ইরানের হামলায় নেতানিয়াহুর ‘জয়’

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৪, ০৫:২৫ পিএম

ইরানের হামলায় নেতানিয়াহুর ‘জয়’

ইরানের হামলায় নেতানিয়াহুর জয় হয়েছে বলে উল্লেখ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিসের বিশ্লেষক মোহামাদ এলমার্সে।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরানের হামলার মাধ্যমে গাজা থেকে সবার নজর সরে গেছে। গাজায় বর্বরতা চালানোর জন্য ইসরায়েল বিশ্ব সম্প্রদায় থেকে যে সমালোচনার মুখোমুখি হচ্ছিল সেটি বন্ধ হয়ে গেছে। আর নেতানিয়াহু এটিই চাচ্ছিলেন- যেন ইসরায়েলের ভেতরে-বাইরে তার বিরুদ্ধে সমালোচনা বন্ধ হয়ে যায়।’

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি জানান, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে একটি ঘাঁটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৭ বছর বয়সের এক শিশু আহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

Link copied!