জানুয়ারি ৬, ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত
মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ। আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানী কারাকাসে ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক আবেগঘন অনুষ্ঠানে শপথ নেন রদ্রিগেজ। শপথ গ্রহণের সময় তিনি তার রাজনৈতিক আদর্শ ও সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে স্মরণ করে বলেন, তিনি ‘কমান্ডার হুগো শ্যাভেজের নামে’ শপথ নিচ্ছেন।
গত শনিবার ভোরে কারাকাসে মার্কিন কমান্ডোদের অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন রদ্রিগেজ। তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা এই দম্পতিকে ‘জাতীয় বীর’ আখ্যা দিয়ে বলেন, উত্তর আমেরিকায় তাদের জিম্মি করে রাখা হয়েছে, সেই বেদনাবিধুর পরিস্থিতির মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করছেন।
৩ জানুয়ারি ওই অভিযানের পর মাদুরো দম্পতিকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মাদুরো নিখোঁজ হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজকে অবিলম্বে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দেয়।
এদিকে ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সাময়িকভাবে ভেনেজুয়েলার পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের হুঁশিয়ারিও দেন তিনি।
প্রথমে কঠোর প্রতিক্রিয়া জানালেও পরে রদ্রিগেজ বলেন, তেল সম্পদ ও দেশের স্থিতিশীলতার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সহযোগিতা’ করতে তিনি প্রস্তুত। এই প্রেক্ষাপটে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।