আফগান নারীদের অধিকার রক্ষার শর্তে তালেবানকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২১, ০২:২৯ পিএম

আফগান নারীদের অধিকার রক্ষার শর্তে তালেবানকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের শাসন ক্ষমতায় থাকা তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করাসহ ভবিষ্যৎ আফগান সরকারকে স্কীকৃতি দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে আফগানিস্তানের নারী ও শিশুদের মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা, দেশটিতে সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়সহ নানাবিধ শর্ত আরোপ করতে পারে ওয়াশিংটন। আর এসব শর্ত পুরণ করতে পারলে তালেবান সরকারের সঙ্গে কাজ করাসহ ওয়াশিংটন তাদের স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

রবিবার (১৫ আগস্ট) তালেবানের কাবুল দখল করার পর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী  অ্যান্টনি ব্লিনকেন এসব কথা বলেন।

সিএনএনকে দেওয়া ওই সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তালেবান তাদের দেশের জনগণ—নির্দিষ্ট করে বললে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং দেশে সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তাদের (তালেবান নেতৃত্বাধীন সরকারের) সঙ্গে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।’

তালেবান সরকারকে ওয়াশিংটন স্বীকৃতি দেবে কিনা বিষয়ে জানতে চেইলে অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘ভবিষ্যৎ আফগান সরকার তার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখলে ও সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তার সঙ্গে আমরা কাজ করতে পারি এবং সরকারকে স্বীকৃতি দিতে পারি।’

তালেবান প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্রের সহায়তা ও সমর্থন চাইলে হোয়াইট হাউস কী করবে-সিএনএন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন পরিরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আফগান জনগণের মৌলিক অধিকার বজায় না রাখলে এবং যারা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সেই সন্ত্রাসীদের সমর্থন ও আশ্রয় দিলে এখনই সহায়তা ও সমর্থন দেয়া হবে না,  নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না, তারা ভ্রমণের (যুক্তরাষ্ট্রে) সুযোগও পাবে না।’

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের শুরু থেকেই দেশটিতে তালেবান গোষ্ঠী আফগান সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালানো শুরু করে। তালেবানের সঙ্গে টিকতে না পেরে একের পর এক প্রদেশ হাত ছাড়া হয়ে যায় আফগান সরকারের। সবশেষ রবিবার (১৫ আগস্ট) রাজধানী কাবুল দখল করে দেশটির শাসন ক্ষমতা দখল করে।কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সরকার গঠনের  দিকে অগ্রসর হচ্ছে।

Link copied!