ইউরোপে বন্ধ হচ্ছে চীনের গণমাধ্যম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৬:০৭ পিএম

ইউরোপে বন্ধ হচ্ছে চীনের গণমাধ্যম

ইউরোপজুড়ে সম্প্রচারের অনুমতি হারাচ্ছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক’ (সিজিটিএন)। যুক্তরাজ্যের পর এবার জার্মানিতে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়েছে। 

শুক্রবার নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের মিডিয়া কর্তৃপক্ষ ডয়চে ভেলেকে জানায়, গত ৪ ফেব্রুয়ারি ব্রিটিশ অফিস অফ কমিউনিকেশনস (অফকম) সিজিটিএনের লাইসেন্স প্রত্যাহার করার পর চীনা গণমাধ্যমটি জার্মানিতে সম্প্রচারের অনুমতি হারিয়েছে। ভোডাফোন জার্মানিও একথা নিশ্চিত করেছে।

অফকম আরও জানায়, সিজিটিএন সম্পর্কে একাধিক অভিযোগ পেয়েছে তারা, যার মধ্যে ন্যায়বিচার লঙ্ঘনের পাশাপাশি নির্যাতনের মাধ্যমে জোর করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও,এটি সরাসরি চীনা কমিউনিস্ট পার্টি দ্বারা নিয়ন্ত্রিত, লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এটি শতের্র লঙ্ঘন। অফকমের সিজিটিএনের লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় চীন বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করে।

চীনের রাষ্ট্রীয় চলচ্চিত্র, টিভি এবং রেডিও প্রশাসন এ বিষয়ে জানায়, বিবিসি ওয়ার্ল্ড চীন সম্পর্কে  নিউজ সম্প্রচারের নীতিমালাগুলো 'গুরুতরভাবে লঙ্ঘন' করেছে। এর মধ্যে 'খবরের সত্যতা ও নিরপেক্ষতা' এবং 'চীনের জাতীয় স্বার্থের ক্ষতি না করার' নীতিমালাগুলো লঙ্ঘন করেছে বিবিসি।

তথ্যসূত্র: ডয়চে ভেলে

 

 

Link copied!