দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২২, ১০:১৯ এএম

দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। তবে যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ।  রবিবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা  ৫৬ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ কোটি ৯৮ লাখ। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ২৭ কোটি ৮১ লাখের বেশি লোক। বিশ্বে করোনায় সক্রিয় রোগীর  সংখ্যাও অনেক বেড়ে গেছে।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, রবিবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৬ লাখ ১০ হাজার ১৭৬ জন মারা গেছেন। গতকাল শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৫৬ লাখ ৩ হাজার ৪৯১।  শুক্রবার পর্যন্ত ছিল ৫৫ লাখ ৯৪ হাজার ৬০০।  এই হিসেবে রবিবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে ৬ হাজার ৬৮৫ জন মারা গেছেন। শনিবার গত একদিনে ৮ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়।

করোনায় শনাক্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি রবিবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৮২৯ জন। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৪ কোটি ৬৯ লাখ ৬ হাজার ৩৩৮ । শুক্রবার পর্যন্ত ৩৪ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৭২৮ জন শনাক্ত হয়েছিল। এই হিসেবে রবিবার গত ২৪ ঘন্টায় ২৯ লাখ ৮৪ হাজার ৪৯১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গতকাল শনিবার একদিনে শনাক্ত হয় ৩৫ লাখ ৬৯ হাজার ৬১০ জন।

করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি রবিবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ কোটি ৮১ লা্খ ৬০ হাজার ৭৬১ জন। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২৭ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ১৩। রবিবার পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ৬ কোটি ৬১ লাখ ১৯ হাজার ৮৯২ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৬ হাজার ১৯৪ জন। গতকাল শনিবার পর্যন্ত সক্রিয় রোগী ছিল ৬ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮৩৪ জন।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির দিক দিয়ে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, রবিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৩১৪ জন। এই সময়ে ৮৪১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৩২০ জন। এই সময়ে ১৬৭ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় মারা গেছেন ৬৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ২১২ জন। ব্রিটেনে গত একদিনে ৭৬ হাজার ৮০৭ জন শনাক্ত হওয়ার পাশপাশি ২৯৭ জন মারা গেছেন।

ইতালিতে রবিবার গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ২৬৩ জন। একই সময়ে ২৮৯ জন মারা গেছেন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৯০৩ জন। একই সময়ে ১০৪ জন মারা গেছেন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে গত একদিনে মারা গেছেন ৩৩২ জন। একই সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ২ হাজার ৪৬৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!