নেপালে তারা এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩০, ২০২২, ০৬:০৮ পিএম

নেপালে তারা এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার

নেপালের তারা এয়ারের বিধ্বস্ত হওয়া উড়োজাহাজ থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের দেহাবশেষ খোঁজার কার্যক্রম চলছে।

আজ সোমবার নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, পাহাড়ে আছড়ে পড়ায় উড়োজাহাজটি টুকরো টুকরো হয়ে যায়। থাসাং গ্রামের সানো সোয়ারে ভিরে ১০০ মিটার এলাকাজুড়ে এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। '১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে' উল্লেখ করে তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বার্তাউলা গণমাধ্যমকে বলেন, 'এটি বিধ্বস্ত হওয়ার জায়গা থেকে শুরু করে প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে মরদেহগুলো ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা সব নিখোঁজ যাত্রীর দেহাবশেষ খুঁজছেন।'

তিনি জানান, উড়োজাহাজটি সরাসরি পাহাড়ে আছড়ে পড়ায় তা টুকরো টুকরো হয়ে যায়। এতে ১৯ যাত্রী ও ৩ ক্রু ছিলেন। তাদের মধ্যে ২ জন জার্মানীর, ৪ ভারতের ও ১৩ জন নেপালির নাগরিক।

Link copied!