প্রথমবারের মতো আযান প্রচার হলো জার্মানির সবচেয়ে বড় মসজিদে

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৬, ২০২২, ০১:০৩ এএম

প্রথমবারের মতো আযান প্রচার হলো জার্মানির সবচেয়ে বড় মসজিদে

কোলন শহরে অবস্থিত জার্মানির সবচেয়ে বড় মসজিদে ‘লাউডস্পিকারে’ প্রথমবারের মতো জুমার নামাজের আযান প্রচারিত হয়েছে। গত বছর জার্মানির শহর কর্তৃপক্ষ জুমার নামাজের আযান প্রচারের অনুমতি দেয় ৷ এই উদ্যোগকে মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন বলে উল্লেখ করেছে কোলন শহর কর্তৃপক্ষ৷ তবে মসজিদটির সাথে তুরস্ক সরকারের সংশ্লিষ্টতায় কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন। 

জার্মানিতে তুরস্ক সরকারের ধর্ম বিষয়ক কর্তৃপক্ষ (ডিআইটিআইবি) ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি পরিচালনা করে৷ সেখানে আযান প্রচার শুরু হওয়ায় সংস্থাটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আতাসোয় আনন্দ প্রকাশ করেন। তার মতে, মানুষকে প্রার্থনার জন্য আহ্বান প্রচারিত হওয়ার মধ্য দিয়ে মুসলসমানরা যে নিজেদের বাড়িতেই আছেন এমনটা প্রকাশ পেয়েছে৷

এদিকে কোলন শহরের মেয়র হেনরিট্টে রেকার বলেন, লাউডস্পিকারে আযান দেওয়ার অনুমতি দিয়ে শহরের মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে৷

উল্লেখ্য, পশ্চিম জার্মানির কোলন শহরে প্রায় এক লাখ মুসলমান বাস করেন৷

জার্মানির বিভিন্ন শহরের মসজিদে লাউডস্পিকারে আযান প্রচারের অনুমতি রয়েছে৷ তবে এই মসজিদটিকে গত বছর প্রথম পরীক্ষামূলকভাবে আযান প্রচারের অনুমতি দেয় কোলন কর্তৃপক্ষ৷ 

নির্দেশনা অনুযায়ী, আগামী দুই বছর প্রতি শুক্রবার দুপুর দুইটা থেকে বিকেল তিনটার মধ্যে পাঁচ মিনিটের জন্য লাউড স্পিকারে আযান প্রচার করা যাবে৷ তবে শব্দসীমা হবে সর্বোচ্চ ৬০ ডেসিবেল৷

এমন প্রেক্ষিতে গত শুক্রবার কোলন কেন্দ্রীয় মসজিদটিতে লাউড স্পিকারে আযান প্রচারিত হয়৷  কোলন শহরের আরও কয়েকটি মসজিদ এখন আযান প্রচারের আগ্রহ প্রকাশ করে সরকারের অনুমতি চেয়েছে৷ 

তুরস্ক সরকারের সাথে মসজিদটির সংশ্লিষ্টতা নিয়ে জার্মানিতে সমালোচনা রয়েছে৷ সমালোচকদের দাবি, ডিআইটিআইবি'র মাধ্যমে জার্মানিতে বসবাসরত তুর্কি জনগোষ্ঠীর উপর গোয়েন্দাবৃত্তি করছে ইস্তাম্বুল৷

২০১৮ সালে এক বিতর্কিত সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান মসজিদটি উদ্ধোধন করেন৷

জার্মানিতে উদারপন্থি মুসলমানদের সংগঠন আলহামবরা সোসাইটির উপদেষ্টা মুরাত ক্যামান আযান প্রচারের বিষয়টিকে সাধুবাদ জানালেও ডিআইটিআইবি গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেয় না বলে মন্তব্য করেন৷

Link copied!