মিয়ানমারের ১০৮৬ জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৮:২৭ পিএম

মিয়ানমারের ১০৮৬ জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আদালতের আদেশ অমান্য করে মঙ্গলবার এক হাজার ৮৬ জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, মিয়ানমারে সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের পর এই মুহূর্তে তাদের ফেরত পাঠানোর ফলে, নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন তারা।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে ওই অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো হয়। এর আগে ট্রাক ও বাসে করে তাদের বন্দরে নিয়ে আসা হয়।

এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, ‘যাদের ফেরত পাঠানো হয়েছে তারা সবাই স্বেচ্ছায় রাজি হয়েছেন, কাউকে কেউ জোর করে পাঠানো হয়নি। কোনো পক্ষের চাপে তাদের পাঠানো হয়নি। তিনি আরও জানান, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে কোনো রোহিঙ্গা উদ্বাস্তু, শরণার্থী অথবা রাজনৈতিক আশ্রয়প্রার্থী নেই।

অপরদিকে, এদের মধ্যে অন্তত ছয়জন রাজনৈতিক আশ্রয়প্রার্থী রয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। তারা আরও জানায়, রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা চীন ও কাচিন গোষ্ঠীর এবং এরা মিয়ানমারে দমনপীড়নের শিকার হয়ে দেশ ছেড়েছিল।

বিবিসির খবরে বলা হয়, অভিবাসী আটক কেন্দ্রগুলোতে ইউএনএইচসিআর কর্মকর্তাদের প্রবেশ এক বছর আগে থেকে বন্ধ করে রেখেছে মালয়েশিয়া। তাই দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাযাইমি দাউদের বিবৃতি সত্য কিনা তা জাতিসংঘের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। 

 

তবে ইউএনএইচসিআর এর অভিযোগ উড়িয়ে দিয়েছে মালয়েশিয়া সরকার।

সূত্র: বিবিসি

 

Link copied!