জুলাই ৬, ২০২২, ০৬:৪০ পিএম
ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত ফোনালাপ ফাঁস হওয়া নিয়ে মুখ খুলেছে মস্কো। দুই নেতার ফোনালাপ ফাঁস হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনাকে ‘কূটনৈতিক শিষ্টাচারের’ চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের কয়েক দিন আগে গোপনীয় ওই ফোনালাপের বিশদ বিবরণ জানিয়ে ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স টু একটি তথ্যচিত্রে প্রকাশ করে। এরপরই এ ব্যাপারে সরব হয় পুতিন প্রশাসন। ইউক্রেনে রুশ হামলা শুরুর মাত্র চারদিন আগে তাদের মধ্যে ফোনালাপ হয় বলে জানা গেছে।
এদিকে, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।
প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।
তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।