রাশিয়া গ্যাস নিয়ে ব্ল্যাকমেইলিং এর রাজনীতি করছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২২, ০৪:৩২ পিএম

রাশিয়া গ্যাস নিয়ে ব্ল্যাকমেইলিং এর রাজনীতি করছে: জেলেনস্কি

নর্ড স্টিম-১ পাপন লাইনের গ্যাস সরবরাহের মাত্রা কমিয়ে দিয়ে রাশিয়া গ্যাস নিয়ে ব্ল্যাকমেইলিং শুরু করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জার্মানিতে গ্যাস সরবরাহ কমানোসহ গোটা ইউরোপকেই এই ব্ল্যাকমেইলিং এর আওতায় নিয়ে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কি বলেন, আসন্ন শীতের আগে গ্যাসের সরবরাহ এভাবে কমিয়ে দিয়ে ইউরোপের মানুষকে কষ্ট দিচ্ছেন পুতিন এবং দিনে দিনে যে কষ্টের পরিমাণ ক্রমেই বাড়ছে।

রুশ গ্যাস কোম্পানী গ্যাজপ্রম জানিয়েছে, রাশিয়া থেকে জার্মানীতে গ্যাস সরবরাহ করা পাইপলাইন নর্ডস্ট্রিমের একটি গুরুত্বপূর্ণ টারবাইনের মেরামত কাজের জন্য গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। তবে জার্মান সরকার বলছে; গ্যাস লাইনে এমন কোন বড় ধরনের ত্রুটি পাওয়া যায়নি, যাতে সরবরাহ কমানোর প্রয়োজন হতে পারে।

২০২১ সালে ইউরোপের প্রায় ৪০ শতাংশ  গ্যাসই সরবরাহ করা হয় রাশিয়া থেকে। যার মধ্যে জার্মানি চলতি বছরের ফেব্রুয়ারিতেও দেশটির মোট গ্যাসের ৫৫ শতাংশ আমদানী করে রাশিয়ার কাছ থেকে। ইউক্রেনে রুশ বাহিনী হামলা শুরুর পর যদিও আমদানির পরিমাণ মে মাসে ৩৫ শতাংশে নেমে আসে। গ্যাস নিয়ে রুশদের উপর নির্ভরতা কমাতে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে আনতে গত সপ্তাহে ইউরোপের দেশগুলোকে প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন।  

Link copied!