দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে শালা-দুলাভাইয়ের প্রতারণা, গ্রেপ্তার ৩

সম্পা আক্তার

মার্চ ২৫, ২০২৪, ০৫:৫৪ পিএম

দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে শালা-দুলাভাইয়ের প্রতারণা, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার হওয়া তিনজন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই ৩ প্রতারক হলেন সম্পর্কে শালা-দুলাভাই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ জানান, দীর্ঘ দিন ধরে কিছু লোক দুদকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছে। এ বিষয়ে দুদকের পক্ষ থেকে রমনা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে গোয়েন্দা পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তারে সক্ষম হয়।

প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া  দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১১টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটের ২৯টি সিম কার্ড, বিভিন্ন পত্রিকার রিপোর্টারের তিনটি আইডি কার্ড, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালকের দুটি নকল আইডি কার্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাদের নামের ৫০টি ভিজিটিং কার্ড ও বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টারদের ১২টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

হারুন আরও জানান, গ্রেপ্তারকৃতরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের কোনো ঊর্ধ্বতন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোনো খবর পেলে ওই ব্যক্তির নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে অভিযোগটি প্রতারকদের কাছে তদন্তাধীন আছে বলে জানাতো। বিষয়টি তারা সমাধানের কথা বলে অভিযুক্তে সম্পৃক্ত ব্যক্তির ভেতর ভয় ও আতঙ্ক তৈরি হতো। এভাবেই ভুক্তভোগীর সঙ্গে সমঝোতার কথা বলে প্রতারকরা ভুয়া নামে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বরে অর্থ লেনদেন করতো।

গ্রেপ্তারকৃতদের পরিচয়- মো. রিয়াজ, ফিরোজ খান ও মো. হাসান মুন্না। মুন্সিগঞ্জ জেলায় তাদের বাড়ি। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে শালা-দুলাভাই।

Link copied!