অক্টোবর ২৭, ২০২৩, ০৬:১৭ পিএম
রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে (১৪ তলা ভবন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টা ৫৮ মিনিটে। অগ্নিকাণ্ডের পর মহাখালীর খাজা টাওয়ার পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ভবনে বর্তমানে বিদ্যুৎ নেই। দেশের সিংহভাগ ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টারগুলো অচল অবস্থায় রয়েছে।
আগুন পুরোপুরি নির্বাপণের পর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ভবনের সামনে ভিড় করলেও নিরাপত্তার স্বার্থে তাদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, অগ্নি দূর্ঘটনার বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিতে আছেন লে.কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (অপাঃ ও মেইনঃ) - সভাপতি; মোঃ ছালেহ উদ্দিন, উপপরিচালক, ঢাকা বিভাগ - সদস্য সচিব;মোঃ আনোয়ারুল হক, সহকারী পরিচালক, ঢাকা - সদস্য;মোঃ তানহারুল ইসলাম, উপসহকারী পরিচালক, ঢাকা, জোন-২ - সদস্য;মোঃ নাজিম উদ্দিন সরকার, সিনিয়র স্টেশন অফিসার, তেজগাঁও ফায়ার স্টেশন - সদস্য।
অগ্নি দূর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
এ দিকে ভবনের ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে সময় লেগেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
শাহজাহান শিকদার জানান, খাজা টাওয়ারের আগুন শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।
ভেতরের বিভিন্ন প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পর আগুনের কারণ জানা যাবে।
সরেজমিনে দেখা যায়, বনানী থানা পুলিশ সদস্যরা ভবনের সামনে ও পেছনে অবস্থান নিয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সরঞ্জামের নিরাপত্তার স্বার্থে কাউকে ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভবনের সামনের অংশের কাচের টুকরো ঝুঁকিপূর্ণভাবে রয়েছে।
কাচের ভাঙা অংশ বাতাসে দোল খাচ্ছে। যে কোনো সময় উপর থেকে নিচে সেগুলো পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনের ভেতরে ভবন মালিক পক্ষের সিকিউরিটি গার্ড এবং লোকজন রয়েছে বলে জানা গেছে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির বিভিন্ন ফ্লোরে অফিস রয়েছে। অনেক অফিসের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এগুলোর নিরাপত্তার জন্য ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া বিদ্যৎ, মালামালের ভাঙা অংশসহ অনেক কারণেই ভেতরে অবস্থান এখনও অনিরাপদ।
এর আগে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টা ৫৮ মিনিটে রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে (১৪ তলা ভবন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও শুক্রবার সকালে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এ ঘটনায় দুই নারী ও এক পুরুষসহ তিনজনের মৃত্যু হয়েছে।