হাতের ত্বকের যত্ন নেয়ার ক্ষেত্রে কতজন আমরা সচেতন থাকি ভেবে দেখেছেন কি? নিয়মিত মুখের ত্বকের যত্ন নেয়ার চেষ্টা করলেও হাতের ত্বকের যত্ন নেয়া হয় খুব কমই। অথচ চিন্তা করে দেখুন হাতের ওপর দিয়েই বেশি ঝড়ঝাপটা যায় প্রতিদিন। বাইরে কিংবা ঘরে সব কাজ করতেই হাত ব্যবহার করতে হয়। হাতের ত্বক যেটুকু যত্ন পাওয়ার প্রয়োজন সেটুকু না পেলে কিন্তু ত্বকের নমনীয়তা হারিয়ে যায়। ত্বক হয়ে যায় রুক্ষ। কাজের ফাঁকে ঘরোয়া জিনিসপত্র দিয়েই নিয়ে ফেলুন হাতের ত্বকের যত্ন। একটু খানি স্ক্রাব দিয়ে হাতে ঘষে নিলে হাতের মরা কোষগুলোও উঠে যাবে। হাতও পরিষ্কার দেখাবে।
হাতের যত্নে বাসায় বসেই যেসব স্ক্রাব ব্যবহার করতে পারেন-
কফি স্ক্রাব
ত্বকের যত্নে কফি স্ক্রাব অনেক বেশি জনপ্রিয়। ত্বকে মরাকোষ আটকে লোমকূপ বন্ধ হয়ে র্যাশের দেখা দেয়। সেসব দূর করতে কফি স্ক্রাব ব্যবহার করতে পারেন। ২ চামচ নারিকেল তেল, ৩ চামচ কফি ও ১ চামচ চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে মেখে দুই থেকে তিন মিনিট ধরে ঘষতে থাকুন। দেখবেন হাতের মরা কোষগুলো উঠে যাবে। এর পর হালকা গরম পানিতে হাত ধুয়ে ফেললেই হবে।
চিনি-মধু-লেবু-নারিকেল তেলের স্ক্রাব
ধুলাবালি, ঘসা-মাজা সব মিলিয়ে হাতের অবস্থা খুব খসখসে হয়ে যায়। এ অবস্থায় হাতের ত্বক নমনীয় করে তুলতে এই প্যাকের বিকল্প নেই। নারিকেল তেলের সাথে আধকাপ চিনি, এক চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। দুই হাতে ভালো করে ঘষতে থাকুন চিনি না গলে যাওয়া পর্যন্ত। দেখবেন হাতের ত্বক ধীরে ধীরে মসৃণ হয়ে আসছে।
আদা-চিনি-কাঠবাদাম-নারিকেল তেলের স্ক্রাব
অন্যরকম একটি স্ক্রাব এটি। কাঠবাদাম খাদ্য হিসেবে যেমন উপকারী তেমনি ত্বকের জন্য এই বাদামের তেল, নির্যাস অনেক উপকারী। এই স্ক্রাবটি বানাতে আদা মিহি করে কুচি করে নিতে হবে। সাথে কাঠবাদামগুলো কেটে নিন। এবার ১ চামচ নারিকেল তেল ও আধ কাপ চিনিতে মিশিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে দুহাতে মেখে কিছুক্ষণ ঘষে নিন। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে গরম পানিতে ধুয়ে ফেলুন।
স্ট্রবেরি-চিনির স্ক্রাব
ত্বক ও শরীরের যত্নে স্ট্রবেরি বেশ উপকারী। হাতের যত্নে স্ট্রবেরি দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন। ৫-৬টি স্ট্রবেরির সাথে আধা কাপ নারিকেল তেল, আধ কাপ চিনি আর কাঠবাদামের তেল মিশিয়ে ভালো করে পেস্ট করে নিন। তারপর এই স্ক্রাব দুই হাতে ভালো করে ঘষুন। ময়লা উঠে গিয়ে হাত হবে নমনীয় ও চকচকে।
হিমালয়ান পিংক সল্ট
বাথ সল্ট হিসেবে এই সল্ট বেশ জনপ্রিয়। সৈন্ধব লবণ নামেও পরিচিত। ত্বকের ময়লা দূর করতে এই লবণ বেশ কার্যকরী। প্রতিদিন গোসলের সময় এই লবণ দিয়ে হাত ঘষে নিতে পারেন। এছাড়া ত্বকের ব্যবহার করা যায় এমন তেলের সাথে মিশিয়ে হাতে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।
এভাবে ঘরোয়া উপাদানে হাতের যত্ন নিলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়াতেও ভুগতে হবে না। হাতের যত্নও হবে ঠিকঠাকভাবে।