বিপদ এড়াতে ভেজা টিস্যুকে ‘গুডবাই’ জানান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৮:৩৫ পিএম

বিপদ এড়াতে ভেজা টিস্যুকে ‘গুডবাই’ জানান

গরম বা বর্ষায় ছেলে-মেয়েদের ভেজা টিস্যু বা ওয়েট টিস্যু চাই-ই চাই। এটি যেমন সহজে ব্যবহার করা যায়, তেমনি ব্যবহার করতেও অনেক সুবিধা। এই ভেজা টিস্যু ‍বা ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছলেই ঠাণ্ডা ঠাণ্ডা ভাব লাগে, মুখও পরিষ্কার হয়।  তবে এটির ব্যবহারে ত্বকে র‌্যাশ সৃষ্টি হয়।গত বছর ব্রিটেনের বার্তাসংস্থা রয়টার্সের লাইফস্টাইল বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সম্প্রতি যুক্তরাজ্যের একটি জার্নালে এই ভেজা টিস্যুর প্রভাব নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। ওই নিবন্ধে পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে, যারা নিয়মিত এই জাতীয় টিস্যু ব্যবহার করেন, তাদের ত্বক ক্রমশ রুক্ষ হয়ে যায়। তার কারণ এতে জীবাণু প্রতিরোধকারী এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। সেটি ত্বকের জন্য মোটেই ভাল নয়।

ভেজা টিস্যু বা ওয়েট টিস্যু ব্যবহারে আরও নানা সমস্যা দেখা দেয়। টিস্যুতে জীবাণু প্রতিরোধক এবং সুগন্ধী হিসেবে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়, তার অনেকগুলিই ত্বকের ক্ষতি করে। বিশেষ করে শিশুদের ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে এর কারণে।

ব্রিটিশ জার্নালের ওই নিবন্ধে আরও বলা হয়, অনেক চিকিৎসকের মতে এই টিস্যুর মধ্যে জীবাণু জমে থাকে। ক্রমশ তা বংশবৃদ্ধি করে এবং সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া টিস্যু হলেও এই ‘ওয়েট টিস্যু’ কোনও ভাবেই কাগজ নয়। এতে প্লাস্টিকের তন্তু থাকে। সেটি পরিবেশের জন্য তো বটেই, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি’র গবেষক জন কুক মিলসের গবেষণায় উঠে এসেছে শিশুদের ব্যাপারে আরেকটি ভয়াবহ তথ্য। গবেষক মিলসের মতে, ভেজা টিস্যু ব্যবহার করলে শিশুদের অ্যালার্জির সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। এর মূল কারণ হচ্ছে ওই টিস্যুর মধ্যে থাকা সোডিয়াম লরিল সালফেট। এটি শিশুর ও বয়স্কদের স্পর্শকাতর ত্বকের জন্য খুবই ক্ষতিকর।

Link copied!