নির্বাচন পর্যবেক্ষণে থাকবে জাপানের ১৬ সদস্য

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৩, ০২:৪৩ পিএম

নির্বাচন পর্যবেক্ষণে থাকবে জাপানের ১৬ সদস্য

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে জাপানের ১৬ সদস্যের একটি দল নিযুক্ত থাকবে। সোমবার জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল মধ্যে বৈঠকে এ বিষয়ে আলাপ হয়। 

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, আজ আমরা আমাদের দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে এসেছি। 

তিনি বলেন, অবশ্যই নির্বাচনের সময়, নির্বাচনের আগে আমাদের দৃষ্টিভঙ্গি কী তা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে।  আমরা অন্যান্য সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের বিস্তারিত ব্যবস্থা সম্পর্কে জানতে চাই। 

কতজন পর্যবেক্ষক পাঠাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মোট ১৬ জনকে নিবন্ধন করেছি, কিন্তু জাপান থেকে ১৬ জনের সবাই নয়। জাপানের তিনজন এবং দূতাবাসের অন্যান্য সাপোর্টিং স্টাফ। কিন্তু ১৩ জনের সবাই উপস্থিত থাকবেন না, বিস্তারিত ইসি ও আমাদের সঙ্গে আলোচনা করা উচিত এবং আমরা কীভাবে যাব তা আমাদের আলোচনার মূল বিষয় ছিল, তাই আমি বিস্তারিত কথা বলতে চাই না। 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেই বলেছি, আমরা আলোচনা করেছি কিভাবে আমাদের এল-এর সাথে সম্পৃক্ত হওয়া উচিত।

Link copied!