খেলা কিংবা ভোটের মাঠে- অল্পতেই রেগে যান সাকিব আল হাসান। এরকমই ঘটনা ঘটেছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মধ্যেকার ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলার সময় এক ভক্ত সেলফি তুলতে এলে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব।
ওই ভক্ত সেলফি তুলতে গেলে সাকিব আল হাসান মেজাজ হারিয়ে তার মোবাইল কেড়ে নেন। তবে এবার আর চড় মেরে বসেননি। নিজের ওপর নিয়ন্ত্রণ এনে চড় মারতে গিয়ে থেমে যান এই তারকা অলরাউন্ডার। পরে ওই ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
পুরো ঘটনাকে কেন্দ্র করে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় আছেন জাতীয় দলের একাধিক তারকা। তাদের সামনেই ভক্তদের এই অনভিপ্রেত অবাধ বিচরণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাকিবের মেজাজ হারানোর বিষয়ে।