মনোনয়নপত্র-সময়সূচি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৩, ০৪:৩৬ পিএম

মনোনয়নপত্র-সময়সূচি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের সময়সূচি ও মনোনয়ন সংক্রান্ত গণবিজ্ঞপ্তিও জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময়সূচি ও মনোনয়ন সংক্রান্ত গণবিজ্ঞপ্তিও জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীঘ্রই রিটার্নিং অফিসাররা তাদের আওতাভুক্ত নির্বাচনী এলাকায় সময়সূচির প্রজ্ঞাপন এবং সময়সূচি আলোকে গণবিজ্ঞপ্তি জারি করবেন। উক্ত গণবিজ্ঞপ্তিতে কমিশনের মাধ্যমে ঘোষিত সময়সূচির উল্লেখ থাকবে। রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের স্থান ও সময় উল্লেখ করে একই গণবিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়নপত্র আহ্বান করতে হবে।

মনোনয়নপত্র, অফিস চলাকালীন অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গৃহীত হবে।

আরও উল্লেখ্য, নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে। গণবিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার দর্শনীয় স্থানসমূহে টাঙিয়ে দিতে হবে এবং অনুলিপি সহকারী রিটার্নিং অফিসারদের অফিসে টাঙিয়ে জারি করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Link copied!