বেশির ভাগ লোকই মনে করে যে বেশি টাকা উপার্জনের কঠোর পরিশ্রম করতে হবে। অথচ সব ক্ষমতা আমাদের নিজেদের মধ্যেই আছে।
‘ডলার ওয়ান্টস মি’ বইয়ে হেনরি হ্যারিসন ব্রাউন উল্লেখ করেছেন, বাড়তি টাকা উপার্জনের জন্য আমাদের বুঝতে হবে যে সব ধরনের ক্ষমতা আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে আছে। টাকা-পয়সা-সম্পদ আমাদের শক্তি ও সম্ভাবনার পরিচায়ক। আমাদের ছাড়া কোনোকিছুই অর্থপূর্ণ নয়। কিন্তু কীভাবে আমরা আমাদের শক্তির ব্যবহার করে বাড়তি টাকা উপার্জন করতে পারি?
হ্যারিসন ব্রাউন বলেছেন, ৩ কৌশলে বেশি টাকা উপার্জন করা যায়। এই কৌশল রপ্ত করেই আমরা ধনসম্পদকে অর্জন করে থাকি। এই ৩ কৌশল আমরা সবাই জানি। অথচ আমরা বেশির ভাগ লোকই নিজেদের মাত্র একটি কৌশলের মধ্যেই সীমাবদ্ধ করে রাখি।
অর্থ উপার্জনের ৩ কৌশল সম্পর্কে জেনে নেওয়া যাক-
বাড়তি টাকা উপার্জন নির্ভর করে আমাদের ভেতরের শক্তি, ইচ্ছা, সামর্থ্য ও কম্পনের ওপর। অর্থাৎ আপনি চাইলেই বাড়তি টাকা উপার্জন করেত পারেন। ব্রাউনের মতে, দারিদ্র্য হলো আমাদের মানসিক অবস্থা। আমরা যদি নিজেকে নিজের কাছেই দরিদ্র হিসেবে উপস্থাপন করে থাকি, তাহলে আমাদের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকবে। আর আমরা দারিদ্র্যের অতল গহ্বরে তলিয়ে যেতে থাকবো। কাজেই বেশি অর্থ বা মুনাফা অর্জনের জন্য আমাদের উচিত সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা। আপনি মনে করতে পারেন, আগামী এক মাসের মধ্যেই আপনার হাতে কিংবা ব্যাংক-ব্যালেন্সে ৫০ হাজার টাকা চলে আসবে। এই লক্ষ্য স্থির করার এক মাস পর দেখবেন আপনার ইচ্ছা বাস্তবে পরিণত হয়েছে।
আপনি যত টাকা উপার্জন করতে চান তা কোনো একটি কাগজে লিখে নিন। তারপর সেটা আপনার সম্ভাব্য যাতায়াতস্থলের দেয়ালে টাঙিয়ে রাখুন। যাতে করে সেটা হরহামেশাই আপনার চোখে পড়ে। এভাবে আপনার অবচেতন মন বারবার সেই ইচ্ছাকে নোটিশ করবে। মনে রাখবেন, অবচেতন মন সবসময় লিখে রাখা সরাসরি কোনো বিষয় দ্রুত ফোকাস করে নিতে পারে। অস্পষ্ট কোনো বিষয় হলে কখনোই তা গ্রহণ করে না। তাই আপনি যা চান, সেটা স্পষ্ট করে উল্লেখ করুন।
আপনি যত টাকা চাইছেন, তা যদি পেয়ে যান তাহলে সেটা দিয়ে কি করবেন? কল্পনা করুন। যেমন আপনার কাছে যদি গাড়ি কেনার সংকল্প করেন, তবে কল্পনা করুন যে আপনি এরই মধ্যে কয়েক লাখ টাকা জমিয়ে ফেলেছেন। এরপর সেই টাকা নিয়ে একটি গাড়ি কিনতে গেছেন। আরও কল্পনা করুন, আপনার হাতে অনেক টাকা চলে এসেছে। সেই টাকা দিয়ে আপনি কি করতে চান? আপনার পরিবারের কার কার হাতে তুলে দিতে চান সেই টাকার কিছু অংশ? নিজের জন্য কোন কোন খাতে খরচ করতে চান? সবকিছু কল্পনা করুন। এভাবে আপনার প্রতি ব্রহ্মাণ্ডীয় শক্তি বিস্তার লাভ করবে। অর্থাৎ আপনার বেশি টাকা উপার্জনের ইচ্ছা বাস্তবে রূপ নেবে।