এপ্রিল ৩০, ২০২৪, ০৬:০৬ এএম
অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের প্রতি সমবেদনা, শোক জানাতে এবং ইসরায়েলের বর্বরোচিত অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনও করেছেন শিক্ষার্থীরা।
কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ডজনখানেক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী এই বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।
সবশেষ খবর অনুযায়ী অন্তত ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভ থেকে অন্তত ২৭৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৮ এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি একটি শিবির সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এই শিবির থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। এরপরই ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোকে ‘গণহত্যা থেকে বিচ্ছিন্ন’ থাকার আহ্বান জানান বিক্ষোভকারীরা। যেসব প্রতিষ্ঠান অস্ত্র উৎপাদনসহ নানা উপায়ে গাজায় ইসরায়েলের হামলায় সহযোগিতা করছে, সেসব প্রতিষ্ঠানের বৃত্তি না দেওয়ার দাবিও তুলেছেন তারা। এমন আন্দোলনের মধ্যেই প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ক্যালিফোর্নিয়া, জর্জিয়া ও টেক্সাসের বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্যরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। পাশাপাশি তারা তাদের নেতৃত্বের প্রতি অনাস্থা ভোটগ্রহণ করেছে।
সূত্র: এপি