২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৩, ০৬:০৬ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে সোমবার (২১ আগস্ট)  কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ৷

রবিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিবৃতিতে বলা হয়, ওই দিন সকাল ১১টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপর বেলা ১১টা ১৫ মিনিটে ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা ও ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের উপস্থিত থাকার আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সারাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

Link copied!