বিএনএম ও বিএসপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৩, ০৫:১৭ এএম

বিএনএম ও বিএসপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল

সংগৃহীত ফাইল ছবি

রাজনৈতিক দল হিসেবে অবশেষে চুড়ান্তভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিএনএম ও বিএসপি-কে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। শিগগিরই তাদের সনদ দেয়া হবে। আমরা বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানাব।”

বিএনএমের মূল নেতৃত্বে রয়েছেন বিএনপির সাবেক দুই নেতা। দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আবদুর রহমান। তিনি  বিএনপির সাবেক সংসদ সদস্য। বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মেজর (অব.) মো. হানিফ রয়েছেন বিএনএমের সদস্য সচিব পদে।

অপরদিকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ একটি রাজনৈতিক জোটেরও চেয়ারম্যান।

প্রসঙ্গত, চলতি বছর নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য ১৯৬টি দল  আবেদন করে। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১২টি দল শর্ত পূরণ করে। তাদের দেয়ার তথ্য অধিকতর যাচাই-বাছাই করলে তদন্তে টেকে গণঅধিকার পরিষদ, বিএনএম, বিএসপি ও এবি পার্টি। পরবর্তী উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে তদন্তের পর সেখান থেকে বাদ পড়ে গণঅধিকার পরিষদ ও এবি পার্টি।

Link copied!