সিলেটে বিএনপির বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৫:৩০ পিএম

সিলেটে বিএনপির বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার অভিযোগ

নাট্যকর্মীদের অভিযোগ— বিএনপি ও অঙ্গসংগঠনের একটি মিছিল থেকে এ হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের মহড়া চলাকালে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন নাট্যকর্মী আহত হয়েছেন। নাট্যকর্মীদের অভিযোগ— বিএনপি ও অঙ্গসংগঠনের একটি মিছিল থেকে এ হামলা চালানো হয়।

আহতদের মধ্যে মধ্যে নাট্য সংগঠক বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, আবদুল কাইয়ুম, হুমায়ুন কবির ও নাহিদ পারভেজ আছেন। খবর পেয়ে সিলেটের সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ছয়টার দিকে নাট্যকর্মীরা নগরে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৪০ বছর পূর্তি উদযাপন ও ঐতিহাসিক সারদা হল সংস্কার শেষে পুনরায় চালুর লক্ষ্যে হলটিতে নাট্যকর্মীরা জড়ো হন।

এদিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে চলতে থাকা বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বৃষ্টির মধ্যে বিএনপির কিছু নেতাকর্মী সারদা হলে আশ্রয় নেন।

সেখানে বিএনপি নেতাকর্মীরা অশালীন মন্তব্য করলে প্রতিবাদ করেন নাট্যকর্মীরা।

সম্মিলিত নাট্য পরিষদের (সিলেট) সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘বিএনপির রোডমার্চের সমর্থনে সিলেটের আলিয়া মাদ্রাসা অভিমুখে একটি মিছিল যাচ্ছিল, সেই মিছিল থেকে সারদা ভবনের হলরুমে ঢুকে পড়ে কয়েকজন। সেখানে তারা অতর্কিতভাবে হামলা চালায় নাট্যকর্মীদের উপর।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‍‍`হামলার পর পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।‍‍`

Link copied!