নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

শোবিজ ডেস্ক

মে ৩, ২০২৪, ১০:০০ পিএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

হিরো আলম। ফাইল ছবি

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও থেকে উঠে আসা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শুক্রবার (৩ মে) দেশের শীর্ষস্থানীয় একটি টেলিভিশনের প্রতিবেদকের সঙ্গে আলাপে কেন তিনি প্রার্থিতা প্রত্যাহার করছেন, সেটা নিয়ে কারণ জানিয়েছেন। তিনি বলেন, “শুরুতে আমি ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন আমার কাছে অনেক ফোন এসেছে। অনেকেই তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে বলেছেন, আপনি আমাদের এখানে প্রার্থী হন।”

হিরো আলম বলেন, “সংসদ সদস্য হয়ে আমার জনসেবার ইচ্ছা আছে। কিন্তু ঝিনাইদহ থেকে যে নির্বাচন করবো, সেখানে আমি কাজ করবো কীভাবে? নির্বাচনে অংশ নিতে অনেকে বলে, কিন্তু কাজের সময় সবাইকে পাওয়া যায় না। সেখানে আমার কোনো ব্যাকআপ নেই। ব্যাকআপ না থাকলে নির্বাচন করবো কীভাবে? সম্ভব না তো।”

তিনি আরও বলেন, “দেশের যেকোনো আসন থেকে নির্বাচনে অংশ নেয়া যায়। নির্বাচন করা কোনো ব্যাপার না। কিন্তু নির্বাচন করতে ব্যাকআপের প্রয়োজন হয়। ঝিনাইদহে সেই ব্যাকআপ নেই।”

ব্যাকআপ বলতে ঠিক কী বোঝাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঝিনাইদহে আমার নিজের কোনো মানুষ নেই। সেখানে কার ভরসায় ভোটে লড়বো আমি? কিছু মানুষ তো বলবে, আপনি আসেন, নির্বাচন করেন, বাকিটা আমরা দেখবো। এমন কাউকে পাচ্ছি না। আবার আমার জন্য সেখানে কে ভোট চাইবে মানুষের কাছে, আর আমি একাই বা কত কিছু সামাল দেবো? সব ভেবে দেখলাম, সেখানে আমার কোনো কর্মী নেই। এ কারণেই ঝিনাইদহে নির্বাচন করছি না।”

গত ২৯ এপ্রিল হিরো আলম জানান, ঝিনাইদহ-১ আসন থেকে উপনির্বাচন করবেন। এ জন্য প্রস্তুতিও শুরু করেছেন তিনি। কিন্তু এমন ঘোষণা দেয়ার এক সপ্তাহ হওয়ার আগেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন হিরো আলম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্য গত ১৬ মার্চ থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যু হয়। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

আগামী ৫ জুন ঝিনাইদহ-১ শূন্য আসনে ভোটগ্রহণ হবে। তফসিল অনুযায়ী এই আসনে নির্বাচনের জন্য আগামী ৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০-১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ মে ও প্রতীক বরাদ্দ ১৭ মে।

উল্লেখ্য, এর আগে জাতীয় নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুর পর শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি।

Link copied!