বিয়ে না করলেই মরিচের গুঁড়া! এ কোন দেশ?

লাইফস্টাইল ডেস্ক

মে ৩, ২০২৪, ০৩:৩৬ পিএম

বিয়ে না করলেই মরিচের গুঁড়া! এ কোন দেশ?

প্রতীকী ছবি

অধ্যয়ন সমাপ্ত করতে করতেই পার হয়ে যায় জীবনের ২৫ বছর। অথচ এমন একটি দেশ আছে যেখানে এই বয়সে বিয়ে না হলেই রাষ্ট্রীয়ভাবে ওঠানো হয় শাস্তির খড়্গ। জানেন, সেই দেশের নাম কি?

যে দেশে এমন অদ্ভুত নিয়ম চালু আছে, সেই দেশে আপনি বসবাস করলে ২৫ বছর বয়সেও বিয়ে না করলে প্রকাশ্যে অপমান করা হয়। এই বয়সসীমার মধ্যে বিয়ে না করলে তরুণ-তরুণীকে রাস্তায় কিংবা খোলা একটি মাঠে নিয়ে দারুচিনির গুঁড়া মাখিয়ে দেওয়া হয়। আর যদি ৩০ বছর বয়সেও অবিবাহিত অবস্থায় দিব্যি ঘুরে বেড়ান, তাহলে জনসমক্ষে তাদের শরীরে মরিচের গুঁড়া ছিটানো হয়। এই প্রথার মধ্য দিয়ে অবিবাহিত তরুণ-তরুণীদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে তাদের বিয়ের বয়স হয়ে গেছে। তাদের বিয়ে করে নতুন জীবনের হাল ধরতে হবে।

নিশ্চয়ই ভাবছেন, এমন অদ্ভুত প্রথা বিশ্বের কোন দেশে আছে? জবাবের জন্য বেশি অপেক্ষায় রাখবো না। দেশটি হলো ডেনমার্ক। কয়েক শতক ধরে এই প্রথা চালু থাকায় তা ক্রমেই ঐতিহ্যে পরিণত হয়েছে। ডেনমার্কে আগে যেসব ছেলে মসলা বিক্রি করতো, তারা বিয়ে করতে হরহামেশাই দেরি করতেন। কখনও কখনও আজীবন অকৃতদারই রয়ে যেতেন। তাদের পদাঙ্ক যেন অন্যরা অনুসরণ না করে সেই কারণে এই রীতির প্রচলন হয়।

Link copied!