পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারে সরকার: পরিকল্পনামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৪:১০ এএম

পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারে সরকার: পরিকল্পনামন্ত্রী

সংগৃহীত ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে দুর্নীতি বেড়েছে সন্দেহ নেই। উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি হচ্ছে। দুর্নীতিবাজরা ইউরোপ, আমেরিকা, কানাডা, দুবাইসহ পৃথিবীর বিভিন্ন দেশে অর্থ পাচার করছে। ব্যাংকিং খাতেও প্রভাবশালীরা অর্থ লুটপাটের ঘটনায় জড়িত। দুই একজনকে গ্রেপ্তার করে জেলে নেয়া হলেও টাকা পাচারের সাথে জড়িত অনেককেই আইনের আওতায় আনা উচিত।

শনিবার তেজগাঁওস্থ এফডিসিতে সামাজিক সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ছায়া সংসদ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

প্রতিযোগিতাটি আয়োজন করেন ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সর্বজনীন পেনশন স্কিমকে সরকারের ঋণের আরেকটি উৎস বলে বর্ণনা করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘উন্নয়নকাজের জন্য পেনশন স্কিম থেকে সরকার ঋণ নিতে পারে। উন্নয়নকাজে বিদেশি ও অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে সরকারকে ঋণ নিতে হয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেওয়ার আরও একটি উৎস যোগ হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিলে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা কমে আসবে।’

মন্ত্রী বলেন, ‘যারা সর্বজনীন পেনশন স্কিমকে নির্বাচনী তহবিল জোগানোর উদ্যোগ হিসেবে দেখছেন, তাঁদের সমালোচনা যথার্থ নয়। পেনশন খাতে জমাকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে। এর জন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে।’

ডেমোক্রেসি ফর ডিবেট (ডিএফডি) আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডিএফডি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলকে পরাজিত করে সরকারি তিতুমীর কলেজ দল চ্যাম্পিয়ন হয়।

Link copied!