কেন এসি বিস্ফোরণ? প্রতিরোধ যেভাবে

সম্পা আক্তার

এপ্রিল ৩০, ২০২৪, ০৭:০৪ পিএম

কেন এসি বিস্ফোরণ? প্রতিরোধ যেভাবে

ছবি: বিবিসি

চলতি বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে বিলাসপণ্য এসি এখন প্রয়োজনে পরিণত হয় উঠেছে। তবে ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর নিরাপত্তা ঝুঁকি নিয়েও অনেককে সুচিন্তিত প্রতিক্রিয়া দিতে দেখা গেছে। কারণ এসি বিস্ফোরণে হরহামেশাই গণমাধ্যমে হতাহতের খবর আসে। একটুখানি সচেতনতাই আমাদেরকে এসি বিস্ফোরণের হাত থেকে সুরক্ষা দিতে পারে। এড়ানো যেতে পারে বহু প্রাণক্ষয়।

চলুন জেনে নেওয়া যাক এসি বিস্ফারণের মতো ভয়াবহ দুর্ঘটনার কারণ সম্পর্কে। পাশাপাশি দ্য রিপোর্ট ডট লাইভের পাঠকদের জন্য এসব দুর্ঘটনা থেকে সুরক্ষার উপায় সম্পর্কেও সবিস্তারে উন্মোচনের চেষ্টা করছি।

বেশ কয়েকটি কারণে এসি বিস্ফোরিত হতে পারে। প্রাথমিক কারণগুলোর মধ্যে যেগুলো আছে, সেগুলো নিম্নরূপ:
১. সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণেও এসির বিস্ফোরণ ঘটতে পারে। এসির নিয়মিত যত্ন বা পরিষ্কার না করলে ময়লা জমে বিভিন্ন ত্রুটি দেখা দিতে পারে। যা এসি চলতে বাধা সৃষ্টি করতে পারে ও সেই কারণে এসি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি বাড়তে পারে।
২. বাতাসকে শীতল করতে এসিতে উচ্চ চাপে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। যদি রেফ্রিজারেন্টে লিক হয়, তবে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিছু কিছু রেফ্রিজারেন্ট স্ফুলিঙ্গের সংস্পর্শে এলে আগুন ধরে যেতে পারে। এর ফলে বিস্ফোরণ ঘটতে পারে।
৩. এসির কম্প্রেসরের ভেতরে ছোট পাইপ আছে। যাতে গ্যাস থাকে। এসি দীর্ঘ দিন বন্ধ থাকায় সেখানে গ্যাসের বুদ্বুদ সৃষ্টি পারে বা লুব্রিকেটিং অয়েল জমেও পাইপটি জ্যাম হতে পারে। যে জ্যাম থেকে তৈরি হতে পারে বিপত্তি।
৪. অনেকে রুমের লোড অনুপাতে এসি ব্যবহার করেন না। ফলে এসিটি অনেকক্ষণ ধরে চলতে হয়, সেই সঙ্গে অতিরিক্ত গরম হয়ে যায়। নিম্নমানের এসি কিনলে সেগুলোর ভেতরে ফ্যান, তার ও বিদ্যুতের ব্যবস্থাগুলো ঠিক থাকে না। ফলে সেখানেও কারিগরি ত্রুটি দেখা যায়, যা অনেক সময় আগুনের সূত্রপাত ঘটায়।
৫. যন্ত্রকৌশল প্রকৌশলীদের মতে, এসির মধ্যে কম্প্রেসার থাকে। এই কম্প্রেসারের গ্যাসের প্রেসার লেভেলের দুটি লিমিট থাকে: সর্বোচ্চ ও সর্বনিম্ন। প্রেসার সর্বোচ্চ পর্যায় অতিক্রম করলে এসি বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
৬. বিস্ফোরণের সময় ধাতব বস্তুর ঘর্ষণে প্রচণ্ড তাপ সৃষ্টি করবে ও কোনো দাহ্য পদার্থ থাকলে আগুনও ধরে যেতে পারে।
৭. এসি দীর্ঘ সময় চালালে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো অতিরিক্ত গরম হতে পারে, যার ফলে বিস্ফোরণও ঘটতে পারে। ভোল্টেজের ওঠানামার কারণে এসির বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিতে পারে এবং এর ফলে এসির সমস্যা হতে পারে।

এসি বিস্ফোরণ রোধে করণীয়
১. এসি বিস্ফোরণ রোধে একে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে।
২. এসি নিয়মিত পরিষ্কার করতে হবে ও কোনো সমস্যা থাকলে তা শনাক্ত করতে পারেন এমন পেশাদার টেকনিশিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
৩.  এসি বিস্ফোরণ রোধের আরেকটি উপায় হলো রেফ্রিজারেন্ট লিক ডিটেক্টর ইনস্টল করা। এসব ডিভাইস রেফ্রিজারেন্ট গ্যাস ছড়িয়ে পড়লে সতর্ক করতে পারে।
৪. অনেক বছরের পুরনো এসি পাল্টে নতুন মডেলে আপগ্রেড করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে এতে যেন লিক ডিটেক্টর থাকে।
৫. এসি ব্যবহারে সবসময়ই সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় এসি চালানো থেকে বিরত থাকতে হবে। ঘরে কেউ না থাকলে এসি চালানো যাবে না।
৬. এসি থেকে কোনো গন্ধ বা শব্দ পাওয়া গেলে তৎক্ষণাৎ তা বন্ধ করে পেশাদার টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করাতে হবে।
৭. জানালা খোলা রেখে দীর্ঘ সময় এসি চালু রাখা যাবে না। কারণ এটি এসির ওপর চাপ ফেলতে পারে।
৮. নিয়মিত একজন বিশ্বস্ত মেকানিক দিয়ে এসির সার্ভিসিং করাতে হবে।

Link copied!