৯ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২৩, ০৩:২৮ পিএম

৯ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

সংগৃহীত ছবি

৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নেওয়ার পর দুপুর পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বগিটি লাইনচ্যুত হওয়ায় টাঙ্গাইলের বিভিন্ন স্টেশনে পাঁচটি ট্রেন আটকা পড়ে।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে টাঙ্গাইলের সদর উপজেলার তারাবাড়ি এলাকায় ওই বগিটি লাইনচ্যুত হয়।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে টাঙ্গাইল রেল স্টেশনের কাছে তারাবাড়ি এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিনের পাশের লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়। উদ্ধারকারী ট্রেন আসলেও সেটি কাজ না করায় বগিটি উদ্ধারে বেগ পোহাতে হয়। পরে ম‌্যানুয়াল সি‌স্টে‌মে উদ্ধার কাজ কর‌ে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

Link copied!