গরুবাহী গাড়িতে চাঁদাবাজি, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৪, ০৭:৫১ পিএম

গরুবাহী গাড়িতে চাঁদাবাজি, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

প্রতীকী ছবি

গরুবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৫ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এ তথ্য জানান।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, যুগল মন্ডল ও তানভীর হোসেন আকাশ।

এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইনামুল হক সাগর জানান, “কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারও বিরুদ্ধে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।” 

Link copied!