সু চি’র জন্মদিন পালন করায় গ্রেপ্তার ২২

এএফপি

জুন ২১, ২০২৪, ০৯:২৬ এএম

সু চি’র জন্মদিন পালন করায় গ্রেপ্তার ২২

বুধবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির জন্মদিন উপলক্ষে মোটরসাইকেলে র‌্যালি বের করেন তার সমর্থকরা। ছবি: এপি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র জন্মদিন পালনের ‘অপরাধে’ জান্তা পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

গতকাল বুধবার এই নারী নেত্রীর জন্মদিন ছিল।

জান্তাপন্থী হিসেবে পরিচিত একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি পোস্ট করে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চি নিজের চুলে ফুল পরে থাকেন। তার ভক্তরা চুলে তার আদলেই ফুল পরে বুধবার তার জন্মদিন উদযাপন করেন। এই নেত্রীকে ৩ বছরের বেশি সময় ধরে বন্দি করে রেখেছে দেশটির জান্তা সরকার।

২০২১ সালের ৬ ফেব্রুয়ারি সু চির নেতৃত্বাধীন দলের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

সূত্র: দ্য হিন্দু

Link copied!