ভারতে বিষাক্ত মদ পানে ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২০, ২০২৪, ০৬:৫৪ পিএম

ভারতে বিষাক্ত মদ পানে ৩৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদ পানে মৃত্যু হয়েছে অন্তত ৩৭ জনের। পাশাপাশি গত কয়েকদিনে অন্তত আরও ৬৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজন অবৈধ মদ ব্যবসায়ীকে এরই মধ্যে গ্রেপ্তার এবং আরও দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। ভারতের একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, “আমরা তদন্ত করছি তারা প্রকৃত অর্থে কী পান করেছে। আমরা তিনজনকে জেলে নিয়েছি। যাদের মৃত্যু হয়েছে তাদের বেশির ভাগই মদ কিনেছিলেন ব্যক্তিগত মাধ্যমে, সরকার পরিচালিত কোনো মদের দোকান থেকে নয়।”

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কাল্লাকুরিচি জেলা অবস্থিত। মৃত ও অসুস্থদের বেশির ভাগই জেলার করুণাপুরম এলাকার বাসিন্দা।

ছেলে হারানো এক মা
 

ছেলে হারানো এক মা বলেন, “আমার ছেলের প্রচণ্ড পেটে ব্যথা। চোখ খুলতে কষ্ট হচ্ছিল। সে জানায়, আরক (মদ) পান করেছে। প্রথমে মাতাল আখ্যা দিয়ে তাকে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্য সরকারের উচিত সবগুলো মদের দোকান বন্ধ করে দেওয়া।”

আরেক মা বলেন, “আমার ছেলের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সে দেখতে বা শুনতে পাচ্ছিল না। এটা কারও সঙ্গে হওয়া উচিত নয়। মদ বিক্রি বন্ধ করুন।”

এক বিবৃতিতে রাজ্য সরকার জানায়, ২৬ জন প্যাকেট থেকে ‘আরক’ পান করেছিলেন আর ফরেনসিক তদন্তে তাতে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে। এ ঘটনায় রাজ্য সরকার জেলা পুলিশ প্রধানকে বরখাস্ত করেছে। তার স্থলে নতুন আরেকজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা কালেক্টরকেও বদলি করা হয়েছে এবং সেই সঙ্গে প্রহিবিশন এনফোর্সমেন্ট উইংয়ের ডেপুটি সুপার, তিনজন পরিদর্শক ও একাধিক সহ-পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।

সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

Link copied!