জুন ২১, ২০২৪, ০২:৩৬ এএম
গোলের পর আলভারেজ। ছবি: এক্স
জুলিয়ান আলভারেজ ও লাওতোরো মার্টিনেজের গোলে ভর করে কোপা আমেরিকায় জয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে তারা।
লিওনেল মেসি গোলের সহজ সুযোগ পেয়ে হাতছাড়া করেছেন। কানাডার গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ হন তিনি। তবে আলভারেজ ৪৯ ও মার্টিনেজ ৮৮ মিনিটে গোল করেন।
কোপা আমেরিকায় আর্জেন্টিনার পরের ম্যাচটি চিলির সঙ্গে বুধবার সকাল ৭টায়।