অবশেষে ফ্লাইটে উঠে পড়া সেই শিশুর শখ পূরণ, বিমানে চড়ে ঘুরতে গেল কক্সবাজার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৬:০৬ এএম

অবশেষে ফ্লাইটে উঠে পড়া সেই শিশুর শখ পূরণ, বিমানে চড়ে ঘুরতে গেল কক্সবাজার

জুনায়েদ

টিকিট-ভিসা ছাড়া ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে বসা গোপালগঞ্জের সেই শিশু জুনায়েদ অবশেষে বিমানে চড়ার সুযোগ পেয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে বেসরকারি একটি বিমানের নিয়মিত ফ্লাইটে সে কক্সবাজার এসে পৌঁছায়।

শিশুটির সাথে ছিলেন তার চাচা ইউসুফ মোল্লা। কক্সবাজার শহরে একটি অভিজাত হোটেলে রাখা হয় তাকে।

জুনায়েদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পারইহাটি গ্রামের সবজি বিক্রেতা ইমরান মোল্লার ছেলে।

জুনায়েদ জানায়, ‘অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুবই ভালো লাগছে। জুনায়েদের দাবি, পরিবার থেকে পড়ালেখার খরচ দিতে না পারায় মাদরাসা থেকে সে বারবার পালিয়ে যেত। এবার লেখাপড়া শিখে সে পাইলট হতে চায়। ঘুরতে চায় দেশ-বিদেশ। এজন্য সরকারের সহায়তা চেয়েছে শিশুটি।

জুনায়েদের বাবা ইমরান মোল্লা বলেন, ‘বুধবার সকালে ঢাকা থেকে বাড়িতে নিয়ে তার পায়ে শিকল দিয়েছিলাম, যাতে সে আবার পালিয়ে যেতে না পারে। এখন শিকল খুলে দিয়েছি।‘

১১ সেপ্টেম্বর রাতে ঢাকা বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠে পড়ে জুনায়েদ। পরে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।  শিশুটি বলেছিল, উড়োজাহাজ দেখেই চড়ার শখ জাগায় সে ফ্লাইটে উঠেছিল। ১৩ সেপ্টেম্বর শিশুটিকে পরিবারের হেফাজতে দেয় পুলিশ।

এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে ১০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।

Link copied!