রাঙামাটিতে বজ্রপাতে চারজনের মৃত্যু

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৪, ০৮:২৬ পিএম

রাঙামাটিতে বজ্রপাতে চারজনের মৃত্যু

প্রতীকী ছবি

রাঙামাটিতে পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকেলে লংগদু উপজেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।  

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে নিহত নারী আটারকছড়া ইউনিয়নের বসন্তপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী।

এ বিষয়ে ওসি হারুনুর রশিদ বলেন, “আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।”

 

Link copied!