ফেসবুক-ইউটিউব বন্ধ রাখার চিন্তা করছে সরকার

জাতীয় ডেস্ক

মার্চ ৩১, ২০২৪, ০৮:০০ পিএম

ফেসবুক-ইউটিউব বন্ধ রাখার চিন্তা করছে সরকার

প্রতীকী ছবি

দিনে দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব হয়ে উঠছে গুজবের আঁতুড়ঘর। এসব নিয়ে কর্তৃপক্ষের কাছে নিয়মিত অভিযোগও দেয় সরকার। তবে তেমন সাড়া পাওয়া যায় না। এ জন্য এবার ফেসবুক-ইউটিউবে গুজব বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফেসবুক ও ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো সাড়া না দিলে প্রয়োজনে দেশে কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগের এই দুই মাধ্যম বন্ধ করে দেওয়া হবে।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান  মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়টি মন্ত্রী বলেন, ‘গুজব প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে তাদের (সামাজিক যোগাযোগ মাধ্যম) অফিস এখানে না থাকার কারণে বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ তারা শোনে না। তারা যে শুনছে না সেটা আমরা পাবলিকলি প্রচার করবো। প্রয়োজন হলে এগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাকে আগে প্রোপার নোটিফাই করবো, আমাদের অভিযোগ যথাযথভাবে আমলে না নিয়ে তারা (সামাজিক যোগাযোগ মাধ্যম) এসব ক্রাইম, গুজব অব্যাহত রাখছে ও তাদের পক্ষ থেকে (প্রতিরোধে) কোনো উদ্যোগ নেই। প্রথমে কয়েকবার বলা হবে। প্রয়োজনে আমরা সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমেও বলবো, যেন মনে না হয় যে এখানে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।’

Link copied!