বইমেলা থেকে বিতাড়িত হয়ে ডিবি কার্যালয়ে গেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০২:০১ পিএম

বইমেলা থেকে বিতাড়িত হয়ে ডিবি কার্যালয়ে গেলেন হিরো আলম

হিরো আলম। সংগৃহীত ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। বইমেলা থেকে বের করে দেওয়া সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে তিনি সেখানে গেছেন।

সংবাদ মাধ্যমকে হিরো আলম বলেন, কেউ একজন মানুষকে কোনো জায়গা থেকে বের করে দেয়ার অধিকার রাখে না। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, বইমেলায় আমাকে দুয়োধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। সেজন্য আমি ডিবি কার্যালয়ে এসেছি।

বিষয়টির সুরাহার জন্য তিনি ডিবি প্রধান হারুন-অর-রশিদের কাছে গিয়েছেন। লিখিতভাবে অবহিত করবেন হিরো আলম।

জানা যায়, নিজের লেখা ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ বইয়ের প্রচারণা চালাচ্ছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাকে উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া, ছি ছি দুয়োধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

হিরো আলম বলেন, ‘আমার সঙ্গে কারো কোনো সমস্যা নাই। আমি একটা স্টলে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ কিছু ছেলে ভুয়া ভুয়া বলে চিৎকার শুরু করে।’

তারা কারা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা বইমেলার স্টলগুলোরই পোলাপান। এরা চায় না বইমেলায় কোনো সেলিব্রিটি যাক। এ রকম কাজ করে তারা বইমেলা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করতে চায়। এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে।’

Link copied!