বিএনপি অংশ নিলে ভাল হতো, সেটা সবাই মনে করছে : সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৩, ০২:০৭ পিএম

বিএনপি অংশ নিলে ভাল হতো, সেটা সবাই মনে করছে : সিইসি

বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে কিনা সে বিষয়ে মন্তব্য করেননি।

আমরা বিএনপিকে নির্বাচনে আসার জন্য প্রথম থেকেই আহ্বান জানিয়েছিলাম, তারা সাড়া দেননি। বিএনপি অংশগ্রহণ করলে সেটা প্রতিযোগিতামূলক হতো। তারা অংশ নিলে ভাল হতো সেটা সবাই জানে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এক ব্রিফে একথা বলেন। তবে বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে কিনা সে বিষয়ে মন্তব্য করেননি।

নির্বাচন নিয়ে চাপে আছে কিনা কমিশন এ বিষয়ে সিইসি বলেন, যেটা হলো সব দেশ আমাদের নির্বাচন সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। বিশেষ করে ডোনার কান্ট্রিগুলো। সেটাকে চাপ বলেন বা  সেনসেটাইজেশন বলেন। ওরা যে সব দৌড়ঝাঁপ করছে আমারা দেখেছি। সরকার ও আমাদের তরফ থেকে আমরা বলেছি নির্বাচন অবাধ,সুষ্ঠু হবে। 

সিইসি আরও বলেন, বাংলাদেশ যেহেতু অনেক আন্তর্জাতিক কমিটি ও কমিটি অব নেশনসে সদস্য। এজন্য আন্তর্জাতিকভাবে নির্বাচন সুষ্ঠু,অবাধ ও শান্তিপূর্ণ হবে সেটা আন্তর্জাতিক মহল চাচ্ছে। আমরাও সেটা নিশ্চিত করছি।

বিএনপি নির্বাচন প্রতিহত করবে এমন প্রশ্নে সিইসি বলেন, সেটা ওনাদের বিষয়। প্রতিহত যদি করতে চান সেটা সময় বলে দিবে।

Link copied!