বোনকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত জাবি শিক্ষার্থীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৩, ০২:০৭ এএম

বোনকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত জাবি শিক্ষার্থীর মৃত্যু

সংগৃহীত ছবি

বোনকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী আর বেঁচে নেই। সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন। 

তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এই খবরটি জানানো হয়েছে। আমরা এখন যাচ্ছি সেখানে।’ 

এর আগে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে পূর্বাচল থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি পড়ে যান। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সৃজনীর সহপাঠীরা জানান, ৩০০ ফুট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে সৃজনী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুততম সময়ে ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে যান। এতে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একটি অপারেশনের মাধ্যমে সৃজনীর মাথায় স্কাল খুলে মাইনাস ৮০ ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজিং করা হয়। তারপরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

Link copied!