হবিগঞ্জের ডিসি ও তিন জেলার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৩, ০৮:২৩ পিএম

হবিগঞ্জের ডিসি ও তিন জেলার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

ফাইল ছবি

হবিগঞ্জের জেলা প্রশাসক এবং পৃথক তিন জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সোমবার এই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠায় ইসি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয়।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে চাঁদপুরের মতলব (উত্তর) ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের কালীগঞ্জ থানার পরিদর্শক রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।

Link copied!