ইউক্রেন যুদ্ধ বন্ধে লাভরভকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৭:৪৩ পিএম

ইউক্রেন যুদ্ধ বন্ধে লাভরভকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ (ডানে) এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানান। 

লাভরভ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে গতকাল বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন লাভরভ। বৈঠকের পর তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে চায়। সব ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো ছাড়াও সম্পর্ক গভীরতর করার পদ্ধতি কী হবে, তা নিয়ে দুই দেশ কাজ করবে। 

রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে, তখন লাভরভের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। 

Link copied!