আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রোবাস্ট পেট্রোল পরিচালনা করছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৫:৫৭ এএম

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রোবাস্ট পেট্রোল পরিচালনা করছে র‌্যাব

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কায় রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ লক্ষ্যে নতুন কার্যক্রম রোবাস্ট পেট্রোল ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে র‌্যাব। রাজধানীর মিরপুর, গাবতলী, সাভার ও মানিকগঞ্জ এলাকায় একার্যক্রম চলছে।

এবিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা ও জনগনকে নিশ্চিন্তে রাখতেই আমাদের ব্যতিক্রমী এই উদ্যোগ।

খন্দকার আল মঈন আরও বলেন, নিয়মিত পেট্রোলিং ও চেকপোস্ট স্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করা হচ্ছে।

ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত পেট্রোলিং করব। পাশাপাশি যেকোন রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। ঢাকার প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। যাতে কেউ অবৈধ অস্ত্র নিয়ে বা নাশকতা সৃষ্টির মতো কোনো ধরনের কোনো সামগ্রী নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। তাই চেকপোস্ট স্থাপন করে প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করা হবে।

এদিকে এ বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায়  কালশি নতুন রাস্তা মাটিকাটা রোডে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব।

সম্মেলনে র‌্যাব ৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুর রহমান বলেন, এই বিশেষ নজরদারি "রোবাস্ট পেট্রোল চেকপোস্ট" এর উদ্দেশ্য  দেশের সকল ব্যাটালিয়নসমূহ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল পরিচালনা ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে।  এই পেট্রোল জোরদারের ফলে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে এবং একই সাথে কিশোর গ্যাং দৌরাত্ম্য অনেকটা কমে গিয়েছে।

Link copied!