সরকারকে মির্জা ফখরুল

ভালোয় ভালোয় বিদায় হোন, অন্যথায় পালাবার পথ পাবেন না

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২৩, ১১:২০ পিএম

ভালোয় ভালোয় বিদায় হোন, অন্যথায় পালাবার পথ পাবেন না

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বর্তমান সরকারকে ‘আওয়ামী লীগের অবৈধ সরকার’ উল্লেখ করে ভালোয় ভালোয় শান্তিপূর্ণভাবে বিদায় নেওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় ‘পালানোর পথ’ থাকবেনা বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জ মোড় ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি আয়োজিত গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে শুক্রবার একযোগে সব মহানগরে গণমিছিলের অংশ হিসেবে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপিও গণমিছিল করে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিলটি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে নেতৃত্ব দেন।

এই গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, “আওয়ামী লীগের এই অবৈধ সরকার দাবি করে সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কই সংবিধান। বৈধ সংবিধান নেই। বৈধ সংবিধানটা ওরা নিজেরাই আনেক আগেই কাটাছেড়া করে শেষ করে দিয়েছে।”

সরকারের পেনশন স্কিমের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “সরকার সবকিছু লুট করে নিয়েছে। ব্যাংকে টাকা নেই। ব্যবসা-বাণিজ্য বলতে কিছু নেই। এখন আবার মানুষের টাকা চুরির নতুন ফন্দি বের করছে। পেনশন স্কিমের টাকা চুরি করে সরকার নির্বাচন করতে চায়। মানুষ তা হতে দেবে না।”

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচি বলেন, “এটি শুধু আমাদের দাবি নয়, ১৮ কোটি মানুষের দাবি-ভালোয় ভালোয় শান্তিপূর্ণভাবে বিদায় হোন। অন্যথায় এদেশের মানুষ জানে কীভাবে স্বৈরাচারকে সরাতে হয়। একাত্তরে সরিয়েছে পাক হানাদার বাহিনীকে, ৯০-এ সরিয়েছে স্বৈরাচারকে, এবার আপনার পালা। তাই বলছি, এখনও পদত্যাগ করে জনগণের দাবি মেনে নিন। অন্যথায় জনগণ উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের পর তরঙ্গের ঢেউ তুলে সুনামির মতো নিশ্চিহৃ করে দিবে।”

Link copied!