সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৫, ২০২৩, ১০:১৮ এএম

সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা

নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ।

আজ বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এই সভার সিদ্ধান্তক্রমে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেই ভাষণে তফসিল ঘোষণা করবেন। বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এই কথা জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্ন অংশীজনের সাথে সভা করে। তারা একটি রোডম্যাপ করেছিল। সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুসারে তারা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার ধারাবাহিকতায় আজকে বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এই সভার সিদ্ধান্তক্রমে সন্ধ্যা ৭টায় দেশের সকল গণমাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ প্রদান করবেন। সেই ভাষণে দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবেন। 

ইসি সচিব আরও বলেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। গণমাধ্যমগুলো সেখান থেকে সরাসরি প্রচার করতে পারবেন। 

সিইসির ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। সিইসির ভাষণ রেকর্ডের জন্য ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইসি সভায় তফসিল চূড়ান্ত করার পরপরই ভাষণ রেকর্ড হবে, ওই দিনই তা জাতির উদ্দেশে প্রচার করা হবে। সেখানে লাইভে তফসিল ঘোষণা করা হবে।

এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতি আমলে নিতে চাইছে না ইসি। ইসির মতে, নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকলেও সংবিধান রক্ষায় তাদের নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। সিইসিসহ একাধিক কমিশনার ইতোমধ্যে ঘোষণা করেছেন, এ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের দিন ধার্য করা হবে।

ইসি-সংশ্লিষ্টরা বলছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে ইসিকে। ১ নভেম্বর থেকে জাতীয় নির্বাচনের ক্ষণগণনাও শুরু হয়েছে। তফসিল ঘোষণার জন্য ইসির হাতে খুব বেশি সময় বাকি নেই।

Link copied!