ঢাকার প্রবেশমুখে চলছে তল্লাশি, আটক শতাধিক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২৩, ০৫:৩৩ পিএম

ঢাকার প্রবেশমুখে চলছে তল্লাশি, আটক শতাধিক

বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি কার্যক্রম।

ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৎপরতা বেড়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি কার্যক্রম।

সাভারের আশুলিয়া, আমিনবাজার ও ধামরাই থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। প্রতিটি চেকপোস্টে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী দূরপাল্লাসহ আঞ্চলিক পরিবহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসার পাশাপাশি তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করছে। এতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষদের।

পুলিশের দাবি, যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে জামায়েত ও বিএনপির নেতা-কর্মীসহ বেশ কয়েকজকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আজ বেলা দুইটার দিকে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ করবে বিএনপি। একই সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। এ ছাড়া বেলা দুইটায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে পুলিশ জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়ার কথা জানায়নি।

Link copied!