তলাবিহীন ঝুড়িকে সম্পদে পরিপূর্ণ করেছেন শেখ হাসিনা: শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০২:০৮ এএম

তলাবিহীন ঝুড়িকে সম্পদে পরিপূর্ণ করেছেন শেখ হাসিনা: শেখ পরশ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, এদেশের অর্থনৈতিক মুক্তির কারিগর জননেত্রী শেখ হাসিনা। যুদ্ধের পর তলাবিহীন ঝুড়িকে সম্পদ ও সুযোগে পরিপূর্ণ করেছেন। বিশ্বকে দেখিয়েছেন যে, বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। 

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর দীর্ঘ ৪২ বছর দলের দায়িত্বে থেকে এদেশকে অসাম্প্রদায়িক চেতনায় ও উন্নয়নের ধারায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের ইতিহাস যেমন বাংলাদেশের ইতিহাস, তেমনি আওয়ামী লীগের ইতিহাস শেখ হাসিনা যুগের ধর্মনিরপেক্ষতা, উন্নয়ন ও অগ্রগতির ইতিহাস। 

আওয়ামী লীগ কখনই ধর্মের বিভাজনে বিশ্বাস করে না মন্তব্য করে শেখ পরশ বলেন, ১২ অনুচ্ছেদ ধর্ম নিয়ে রাজনীতিচর্চাকে সম্পূর্ণ নিষিদ্ধ করার বিধি। এই বিধির আলোকে বিএনপি রাজনীতি করতে পারে না, কারণ তারা সর্বদা এবং অনবরত তাদের রাজনৈতিক চর্চায় সাম্প্রদায়িক বীজ বপন করে আসছে এবং সংবিধান ভঙ্গ করে আসছে। সুতরাং বিএনপির রাজনীতি সংবিধান পরিপন্থী, ওদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই।

শেখ ফজলে শামস্ পরশ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর উপরোক্ত আদর্শিক মূলনীতিসমূহ দ্বারা অনুপ্রাণিত হয় যে কোন যুবক-যুব মহিলাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্যপদ গ্রহণকে আমরা স্বাগত জানাই। এই সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক নির্ধারিত ফরম পূরণ করে এবং ফি প্রদান করে যে কেউ আবেদন করতে পারবে। তবে আপনাদের দায়িত্ব হবে সেই সকল আবেদন যাচাই করে দেখা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের নিরাপত্তা ও জননিরাপত্তা বিরোধী কোন সন্ত্রাসীদের জায়গা দিবেন না।

তিনি আরও বলেন, বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচার করে ওরা আমাদের সরকারকে বিব্রত করে যাচ্ছে। আমাদের লাগবে সেই নেতা-কর্মী বাহিনী যারা সক্রিয়ভাবে এই স্বাধীনতা বিরোধী শক্তির অপপ্রচার এবং মিথ্যাচার মোকাবিলা করবে। শেখ হাসিনার কর্মীরা প্রতিযোগিতা ভয় পায় না, শর্টকাট ক্ষমতার পথ শেখ হাসিনা খুঁজে নাই কোন দিন। একটা প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনা আবারও রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, আমরা যদি স্ব-স্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করি।

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, কোন দেশ পক্ষে আসল, কোন দেশ বিপক্ষে গেল এটা বিবেচ্য বিষয় নয়, জনগণ আমাদের পক্ষে আছে কি না সেটাই বিবেচ্য বিষয় এবং সেই পথেই হাঁটতে হবে। জনগণের শক্তির কাছে কোন পরাশক্তিই শক্তি না। জনগণের ক্ষমতার কাছে কোন ষড়যন্ত্রই আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না।

Link copied!