সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের এ ম্যাচ খেলবেন সেটা অনিশ্চিত ছিল। তবে এসে খেললেন বিকেএসপিতে। ৭৩ বলে ১০০ করেন। প্রায় ৪ বছর ১০ মাস পর শতরানের দেখা পেলেন তিনি।
সাকিব পরে ৭৯ বলে ১০৭ রান করে আউট হন। ৯টি চার ও ৭টি ছক্কা মেরেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে খেলছেন না। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে তুললেন ঝড়।
আবাহনী চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে গেছে প্রিমিয়ার লিগে। এখন নিজেদের অবস্থান শক্ত করার কাজ করছে অন্য ক্লাবগুলো।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সাকিবের শেষ সেঞ্চুরি ছিল ২০১৯ সালে টনটনে।