আমেরিকায় বসে বলছেন, আমেরিকায় না গেলে কী হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১০:৫২ পিএম

আমেরিকায় বসে বলছেন, আমেরিকায় না গেলে কী হবে:  আমীর খসরু

আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমেরিকায় বসে বলছেন, আমেরিকায় না গেলে কী হবে।‍‍`

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘উনার মন্ত্রীরা, সরকারি কর্তারা বলছেন, আমেরিকা না গেলে কী হবে। আপনার আমেরিকা যাওয়া নিয়ে চিন্তা নয়, দেশের ১৮ কোটি মানুষের জন্য চিন্তার বিষয়। এসব দেশের সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসা হয়। গার্মেন্টসের বড় রপ্তানি হয় আমেরিকায়। একজন গার্মেন্টসকর্মীর তো চাকরি চলে যাবে। এর সঙ্গে অর্থনৈতিক ও মানবিক সম্পর্ক।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে। প্রতিটি সেক্টর তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে ফেলছে। এখন দেশে শান্তি নেই। সব জায়গায় অরাজকতা চলছে।’

আমীর খসরু বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী লীগের অনেক নেতা রাজবন্দি থেকেও বিদেশে চিকিৎসা নিয়েছেন। আজ কেন খালেদা জিয়া নিতে পারবেন না?’

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন প্রমুখ।

Link copied!