কিছু লোকের লাভ হয় বলেই আদালতে এত মামলাজট : সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১০:৩৩ পিএম

কিছু লোকের লাভ হয় বলেই আদালতে এত মামলাজট : সিইসি

ফাইল ছবি

মামলাজটের কারণে কিছু লোকের লাভ হয় বলে আদালতে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সাবেক এই আইন সচিব তাঁর বই ‘বিচার ও প্রশাসন: ভেতর থেকে দেখা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বলেন, ‘৩০ বছর ধরে বিচারাধীন মামলাও রয়েছে।’

বইটির প্রকাশক পাঠক সমাবেশ রাজধানীতে তাদের শোরুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।

সিইসি বলেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ সারা দেশের আদালতে বিচারাধীন প্রায় ৪২ লাখ মামলা বিচারপ্রার্থীদের অপরিমেয় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

তিনি আরও বলেন, এত মামলা কেন ঝুলে আছে, তা নিয়ে কোনো গবেষণা নেই। এই মামলাজটের কারণে কিছু লোকের লাভ হয়, তাই মামলাজট কীভাবে কমানো যায় সে বিষয়ে পরামর্শ দিতে কেউ এগিয়ে আসে না।

নিজ কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে বইটি লিখেছেন বলে জানান সাবেক এই আইন সচিব।

কাজী হাবিবুল আওয়াল ২০১৫ সালের জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সিইসি হিসেবে দায়িত্ব পান কাজী হাবিবুল আওয়াল।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা।

Link copied!