বিপৎসীমা ছুঁইছুঁই করছে তিস্তা নদী

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৪, ০৪:০৪ পিএম

বিপৎসীমা ছুঁইছুঁই করছে তিস্তা নদী

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টির প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরে। পানি বাড়ার কারণে বিপদসীমা ছুঁইছুঁই করছে তিস্তা নদী।

তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়ায় শনিবার (১৫ জুন) লালমনিরহাটের বিভিন্ন এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। এসব এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। সেই সঙ্গে ফসলি জমিও তলিয়ে যাচ্ছে।

এদিন সকাল ছয়টার দিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ছিল বিপদসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচে। ডালিয়া পয়েন্টেও মাত্র ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টার ব্যবধানে নদীর পানি প্রায় ৮০ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই দিন সকাল ছয়টার দিকে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে ও কাউনিয়া পয়েন্টে ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং দুপুর ১২টার দিকে ডালিয়া পয়েন্টে ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে ও কাউনিয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছিল।

Link copied!