‘হামলা করলে মামলা হবে, না হলে এমনেই ছেড়ে দিব না’

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১১, ২০২৩, ০৬:১৮ পিএম

‘হামলা করলে মামলা হবে, না হলে এমনেই ছেড়ে দিব না’

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

মানবাধিকার দিবস উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করেছিলাম এজন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন বাইরে সমাবেশ করতে নিষেধ  করেছে। তাদের অনুরোধ আমরা রক্ষা করছি। যারা নির্বাচনবিরোধী শক্তি নির্বাচন বন্ধের জন্য নাশকতা করছে তাদের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করার অনুমতি কেন দেয়া হলো আমার প্রশ্ন? এখানে কি ন্যায় বিচার হলো?

সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে যৌথসভা শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় বিজয়ের মাসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

২০ ডিসেম্বর থেকে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পরাজয় মানে না। যারা মনোনয়ন পাননি তারা মন খারাপ করবেন না, আওয়ামী লীগ নেতাকর্মীদের মূল্যায়ন করতে জানে। সময়মতো নেত্রী মূল্যায়ন করবেন। হামলা করলে মামলা হবে, পুলিশ মেরেছে তাদের বিরুদ্ধে মামলা হবে না এমনেই ছেড়ে দিব?

ওবায়দুল কাদের আরও বলেন, ২০০৯ সালের আগে নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট ছিল না। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সব সমস্যার সমাধান হবে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কে কয়টা সিট পাচ্ছে।

Link copied!