এবার আওয়ামী লীগের ঢাকা মহানগরের দুই কমিটি করবেন কেন্দ্রের দুই জ্যেষ্ঠ নেতা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৩, ০২:১৮ এএম

এবার আওয়ামী  লীগের ঢাকা মহানগরের দুই কমিটি করবেন কেন্দ্রের দুই জ্যেষ্ঠ নেতা

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাংগঠনিক শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। দীর্ঘদিন ধরেই হদিশ নেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির। দলীয় আন্দোলন-সংগ্রাম কিংবা যেকোনো কর্মসূচি বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা থাকে মহানগরের।  

জাতীয় নির্বাচনের আগে এসব এলাকার অধীনে থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনে হাইকমান্ডের নির্দেশ থাকলেও তা বাস্তবায়নে ব্যর্থ হলে এবার দুই শাখায় কমিটি পূর্ণাঙ্গ করতে দলের দুজন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

শনিবার (১২ আগষ্ট) রাতে দলীয় প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। 

আওয়ামী লীগের দলীয় হাইকমান্ড জানায়, দলের দুজন সভাপতিমণ্ডলীর সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে লে. কর্নেল ফারুক খান ঢাকা মহানগর উত্তর ও ড. আব্দুর রাজ্জাক দক্ষিণের বিষয়ে তত্ত্বাবধান করবেন। দীর্ঘদিন মহানগরের এই কমিটি না হওয়ায় এমন সিধান্ত নেয়া হয়েছে বলে জানায় দলীয় হাইকমান্ড।

সূত্র বলছে, কমিটি গঠনের ক্ষেত্রে দলের আদর্শের চেয়ে ‘মাইম্যান’ তৈরি ও ‘অর্থ বিনিময়’ বেশি প্রাধান্য পেয়েছে। তবে মহানগরের শীর্ষনেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

গেল ৬ আগস্ট গণভবনে অনুষ্ঠিত বর্ধিত সভায় ঢাকা মহানগর থেকে কাউকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি যার অন্যতম কারন হিসেবে ছিলো কমিটি করতে না পারার ব্যর্থতা, ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা কমিটি দিতে না পারলে কমিটি ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন দলীয় প্রধান।

Link copied!